শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে করোনা যোদ্ধাকে নিয়ে অপপ্রচার ও  হত্যার চেষ্টার অভিযোগ, দোষীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  সোনারগাঁওয়ে বাড়ির মালিক ও তার ছেলেকে পিটিয়ে জখম, ভাড়াটিয়া শ্লীলতাহানি সোনারগাঁওয়ে লোক প্রযুক্তি ও পালকির গান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সোনারগাঁওয়ে তিনদিন ব্যাপী বউ মেলা চলছে সোনারগাঁওয়ে যাদুঘরে পক্ষকাল ব্যাপী বৈশাখি মেলা শুরু কাঁচপুরে কলেজ শিক্ষার্থী ছিনতাইকারী কবলে,  মোবাইল ও নগদ টাকা ছিনতাই বারদী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৬শ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সনমান্দিতে আড়াই হাজার শ্রমজীবি মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ  জামপুরে মাতৃভূমি সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যাগে ঈদ উপহার সামগ্রী বিতরণ ঈদের দিন পর্যন্ত আমরা সবাই মাঠে কাজ করে যাবো–হাইওয়ে পুলিশ প্রধান

বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের বৈশ্বিক মজুদ

সোনারগাঁও নিউজ ডেস্ক  :

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকট তীব্র হয়ে ওঠে সেপ্টেম্বরে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থাভুক্ত (ওইসিডি) দেশগুলোয় পণ্যটির বাণিজ্যিক মজুদ ছয় বছরের সর্বনিম্নে নেমে আসে। ফলে আরো উত্তপ্ত হয়ে ওঠে বাজার। তবে বর্তমানে পরিস্থিতি ইতিবাচক দিকে মোড় নিয়েছে। বৈশ্বিক মজুদ সংকটের অবসান ঘটতে যাচ্ছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)।

সম্প্রতি প্রকাশিত বাজার পরিস্থিতি সংক্রান্ত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, সেপ্টেম্বরে ওইসিডি দেশগুলোর শিল্প খাতে জ্বালানি তেলের মজুদ ৫ কোটি ১০ লাখ ব্যারেল করে কমে যায়। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে অপরিশোধিত ও স্বল্প পরিশোধিত জ্বালানি তেলের মজুদ। মজুদ হ্রাসে প্রধান প্রভাবকের ভূমিকা রেখেছে ইউরোপ। সেপ্টেম্বরে ওইসিডি দেশগুলোয় জ্বালানি তেলের মজুদ ২৭৬ কোটি ২০ লাখ টনে স্থির হয়, যা গত পাঁচ বছরের গড় মজুদের তুলনায় ২৫ কোটি ব্যারেল কম। পাশাপাশি এটি ২০১৫ সালের পর সর্বনিম্ন মজুদও।

আইইএ বলছে, সেপ্টেম্বরে বৈশ্বিক মজুদ বড় পরিসরে কমে যাওয়ায় বাজার আদর্শগুলোর দাম ব্যারেলপ্রতি গড়ে প্রায় ৯ ডলার করে বেড়ে যায়। এর মধ্যে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার আদর্শ ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৮৬ ডলারে উন্নীত হয়। মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৮৪ ডলারে পৌঁছে।

তবে প্রাথমিক ও স্যাটেলাইট পর্যবেক্ষণ তথ্য বলছে, অক্টোবরে ওইসিডিসহ বৈশ্বিক মজুদে ইতিবাচক পরিবর্তন এসেছে। মজুদ বেড়েছে প্রান্তিক হারে। তবে সামনের দিনগুলোয় মজুদ বৃহৎ আকারে বাড়ার সম্ভাবনা দেখছে প্যারিসভিত্তিক সংস্থাটি।

বছর শেষে মজুদের সঙ্গে বাড়বে বৈশ্বিক সরবরাহও। সরবরাহ বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রাখবে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও রাশিয়া। এর মানে দাঁড়ায় বছর শেষে বিশ্ববাজারে লক্ষণীয় হারে কমবে জ্বালানি তেলের দাম।

এদিকে কয়েক মাস ধরে বাজারে জ্বালানি তেলের উদ্বৃত্ত থাকতে পারে। এমন প্রত্যাশায় প্রতি মাসে দৈনিক চার লাখ ব্যারেল করে উত্তোলন বৃদ্ধির সিদ্ধান্তেই অটল জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর মিত্র জোট ওপেক প্লাস।

তথ্য বলছে, জ্বালানি তেলের বৈশ্বিক উত্তোলনও বেড়েছে। অক্টোবরে পণ্যটির উত্তোলন ১ দশমিক ৪৫ শতাংশ বেড়ে দৈনিক ৯ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ব্যারেলে উন্নীত হয়েছে। বৈশ্বিক উত্তোলন বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র।

আইইএ বলছে, চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যে আঘাত হানে ঘূর্ণিঝড় আইডা। এর তাণ্ডবে বিপর্যয় নামে দেশটির মেক্সিকো উপসাগরীয় অঞ্চলের জ্বালানি তেল উত্তোলনে। নেতিবাচক প্রভাব পড়ে দেশীয় সরবরাহেও। তবে এরই মধ্যে দেশটি আইডার প্রভাব কাটিয়ে উঠেছে। অক্টোবরে যুক্তরাষ্ট্রের মাসভিত্তিক জ্বালানি তেল উত্তোলন বেড়েছে দৈনিক ১৪ লাখ ব্যারেল করে। এটি বৈশ্বিক উত্তোলনকে দৈনিক ৯ কোটি ৭৭ লাখ ব্যারেলে নিয়ে গেছে।

পাশাপাশি উত্তোলন বেড়েছে জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেকেরও। অক্টোবরে জোটভুক্ত দেশগুলোর দৈনিক উত্তোলন ২ কোটি ৭৪ লাখ ২০ হাজার ব্যারেলে উন্নীত হয়। সেপ্টেম্বরের তুলনায় উত্তোলন দৈনিক ২ লাখ ৪০ হাজার ব্যারেল বেড়েছে।

ওই মাসে চুক্তির বাইরে ওপেকভুক্ত দেশগুলোর উত্তোলন দৈনিক ৫৩ লাখ ১০ হাজার ব্যারেলে পৌঁছেছে। এটি ওপেকের মোট উত্তোলনকে দৈনিক ৩ কোটি ২৭ লাখ ৩০ হাজার ব্যারেলে উন্নীত করেছে।

অন্যদিকে নন-ওপেক দেশগুলোর দৈনিক অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন প্রায় ১১ লাখ ৭০ হাজার ব্যারেল করে বেড়েছে। অক্টোবরে মোট দৈনিক উত্তোলন দাঁড়িয়েছে ৬ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ব্যারেলে।

রিপোর্টের তথ্যানুযায়ী, অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক সরবরাহ দৈনিক ১৫ লাখ ব্যারেলে পৌঁছতে পারে।

সূত্র : বনিক বার্তা

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD