নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অগ্নিবীণা ক্রীড়া ও যুব সংঘ ক্লাবের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে ক্লাব কার্যালয়ের সামনে দেড় শতাধিক রোজাদারদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, অগ্নিবীণা ক্রীড়া ও যুব সংঘ ক্লাবের সভাপতি সামসুজ্জোহা রাসেল, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শহিদ মিয়া, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, হুমায়ুন কবির, অগ্নিবীনা ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, সদস্য বদরুদ্দীন বদুন, শফিকুল ইসলাম শফিক, সিনিয়র সদস্য রিপন, শাহিন, ফারুক,টিটু,সিপু, সুমন,আমিনুল ইসলাম, গনেশ, টিপু, শাহপরান, অভি,আল-আমিন,সিপন, সোহাগ প্রমূখ।
অগ্নিবীণা ক্রীড়া ও যুব সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বলেন, এ ক্লাবে ক্রীড়ার পাশাপাশি সামাজিক কর্মকান্ড পরিচালিত হয়। প্রতি বছরের মতো এবারও অসহায় রোজাদার মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এ ধারা আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে।
আপনার মতামত দিন