বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
আব্দুল হাই ভূইঁয়ার ১০ তম মৃত্যবার্ষিকী আজ বৃহস্পতিবার সোনারগাঁওয়ে নৌকা প্রতীক বিজয়ী করতে সভায় আ’লীগ নেতাকর্মীদের অঙ্গিকার জামপুরে টাইলসবাহী ট্রাকে আগুন, হেলপার দগ্ধ এমপি খোকা জাতীয় পার্টির মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল নির্বাচন কমিশন থেকে আ’লীগ জাপাসহ তিনজনের মনোনয়নপত্র সংগ্রহ সোনারগাঁওয়ে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন এমপি খোকা, বিভিন্ন স্থানে আনন্দ মিছিল নৌকার মনোনয়ন পেলেন আব্দুল্লাহ আল কায়সার, ১০ বছর পর নৌকা প্রতীক পেয়ে উচ্ছাসিত নেতাকর্মীরা সোনারগাঁও সাহিত্য নিকেতনের মুখপত্র চর্চা ‘র শরৎ সংখ্যার পাঠ উন্মোচন সোনারগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ চার নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন যারা

ইমাম উলামা ঐক্য পরিষদের বিক্ষোভ ও সমাবেশ

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলার ইমাম উলামা ঐক্য পরিষদ ও তাওহিদী জনতার উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক বর্বরতা, মানুষ হত্যা ও দেশ দখলের চেষ্টার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার বাদ জুমার উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ঐতিহাসিক হাবিবপুর ঈদগাহ্ ময়দানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে উলামায়ে কেরামদের নেতৃত্বে বহু মানুষের মিছিল এসে সমবেত হয়। উলামায়ে কেরামদের পাশাপাশি তাওহীদী জনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণে সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে ইমাম উলামা ঐক্য পরিষদের সোনারগাঁও উপজেলা সভাপতি মাওলানা মহিউদ্দিন খান বলেন, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল আকসার উপরে ইজরাইলের বর্বোরচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের যদি ফিলিস্তিন যাওয়ার সুযোগ থাকতো শহীদ হওয়ার ইচ্ছা নিয়ে কাফনের কাপড় পড়ে ইসরাইলিদের বিপক্ষে গিয়ে দাঁড়াতাম। বুকের তাজা রক্ত দিয়ে ফিলিস্তিনি মা-বোনদের ইজ্জত রক্ষা করার চেষ্টা করতাম। যেহেতু আমাদের ফিলিস্তিন যাওয়ার সুযোগ নেই সেহেতু আমাদের করণীয় হচ্ছে আল্লাহর দরবারে ফিলিস্তিনি ভাই ও বোনদের জন্য দোয়া করা। যাতে মহান আল্লাহ যেন ফিলিস্তিনি ভাইদেরকে বিজয় দান করেন।

এছাড়া উপস্থিত সকল বক্তারাই প্রতিবাদস্বরূপ ইসরাইলিদের সকল পণ্য বর্জন করার আহ্বান জানান। ইসরাইলের সাথে বাংলাদেশের সকল প্রকার ব্যবসায়িক সম্পর্ক বিনষ্ট করারও অনুরোধ জানান।

সমাবেশ শেষে উপস্থিতিদের নিয়ে বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলটি হাবিবপুর ঈদগাঁ থেকে চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

সোনারগাঁও উপজেলা ইমাম উলামা ঐক্য পরিষদের সাধারণ  সম্পাদক মাওলানা মুফতী সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা আঃ দাইয়ান, মাওলানা শাজাহান শিবলী, মাওলানা কামাল হোসেন, মাওলানা মোঃ উল্লাহ, মুফতী জহিরুল ইসলাম, মাওলানা সিদ্দিকুর রহমান, মুফতী রুহুল আমিন কাসেমী, মাওলানা ওবায়দুল কাদের নদভী, হাফেজ আব্দুল আউয়াল, মাওলানা আব্দুর রহমান, মাওলানা ওবাইদুল্লাহ মাজাহেরী, হাফেজ মোয়াজ্জেম হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন ফরিদী, মাওলানা সাখাওয়াত উল্লাহ মহিব, মাওলানা মোশারফ হোসেন, মাওলানা আব্দুল হাই শফিকী, মাওলানা মাজহারুল ইসলাম ও হাবিবপুর হাজী আনোয়ারা মাদ্রাসার সাঃ সম্পাদক হাজী নুরুজ্জামান প্রধান প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD