বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাল দলিলে অসহায় নারীর জমি দখলে ছাত্রলীগ নেতা, উদ্ধার করলেন সাংসদ আব্দুল্লাহ আল কায়সার  সোনারগাঁওয়ে মামলায় জামিন নিয়ে বাড়িতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার দুইজন মোগড়াপারায় হিফজুল কোরআন আজান ও নাতে রাসূল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সোনারগাঁওয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে  স্বাধীনতা ও জাতীয়  দিবসে বিভিন্ন কর্মসুচি পালন স্বাধীনতা দিবসে সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নানা আয়োজন সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী আলী হায়দারের উঠান বৈঠক সোনারগাঁওয়ে কিশোর ফয়সাল হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড বৈদ্যেরবাজারের পুরস্কার প্রাপ্ত সাবেক চেয়ারম্যান মাহবুব সরকারের ইন্তেকাল বৈদ্যেরবাজারে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল  বারদীতে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন নারীর সন্ধান চায় পরিবার

কান্দারগাঁও সপ্রাবি’র জাতীয় শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
জাতীয় শিক্ষাপদক উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের বাছাই পর্বের ধারবাহিকতায় উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের ১০৪ নং কান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা।

মঙ্গলবার স্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও প্রেসক্লাবের সদস্য ও আনন্দ টিভির সোনারগাঁও প্রতিনিধি ও সংবাদ সিক্সটিন ডট কম এর সম্পাদক ও প্রকাশক মাজহারুল ইসলাম।

 

বিশেষ অতিথি ছিলেন দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার ইকবাল মজুমদার তৌহিদ ও শিক্ষানুরাগী মোঃ শাহীন আলম।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাজহারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাহিমা আক্তার বিউটি, শেফালী আক্তার ও রিমি আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতার পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে খেলাধুলার বিভিন্ন ইভেন্টের পাশাপাশি দৃষ্টিনন্দন সাংস্কৃতিক অনুষ্ঠানে শতশত স্থানীয় এলাকাবাসী উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন। প্রতিযোগিতার উল্লেখযোগ্য ইভেন্ট হিসেবে মহিলা অবিভাবকদের জন্য চেয়ারসিটিং ও স্থানীয় এলাকাবাসী যেমন খুশি তেমন সাঁজে বিদ্যালয় প্রাঙ্গণে এক মনমুগ্ধকর পরিবেশে তৈরি করেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারী বিজয়ী শিক্ষার্থীরা ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতার জন্য মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিতা করবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD