রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত কয়েকদিন ধরে উপজেলার জামপুর ইউনিয়নের বশিরগাঁও গ্রামে ওই জমির মাটি জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভূক্তভোগী আবুল হোসেন বাদি হয়ে বুধবার বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের বশিরগাঁও এলাকায় ভূক্তভোগী আবুল হোসেন ১০ শতাংশ নাল জমি ক্রয় করে দীর্ঘ ২৮ বছর ধরে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি ওই এলাকার ফাতেমা বেগম ও মনোয়ারা বেগম ওই জমির মালিকানা দাবি করেন। এ নিয়ে নারায়ণগঞ্জ সোনারগাঁও সহকারী জজ আদালতে মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই এলাকার মোস্তফা তালুকদারের ছেলে শরীফ, আব্দুল লতিফের ছেলে আল আমিন দুই মহিলার পক্ষ নিয়ে জোরপূর্বক ওই জমি দখল করে মাটি কেটে নেয়। এ ঘটনায় ভূক্তভোগী আবুল হোসেন বাদি হয়ে গতকাল বুধবার বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিরোধপূর্ন জমিতে ৮জন শ্রমিক মাটি কেটে চারদিকে স্তুপ করে মাটি ফেলছেন। সেখানে পাহাড়া দিচ্ছেন স্থানীয় এক যুবক। তাকে শরীফ নামে পরিচয় দেন। এ জমি ফাতেমা ও মনোয়ারা বেগমের বলে দাবি করেন এ যুবক। থানার অভিযোগের বিষয় কেউ কিছু জানায়নি।
ভূক্তভোগী আবুল হোসেন বলেন, দীর্ঘ ২৮ বছর ধরে ১০ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছি। সম্প্রতি এ জমি ফাতেমা ও মনোয়ারা বেগমের দাবি করেন। এ নিয়ে আদালতে মামলা দায়ের করে নিষেধাজ্ঞা জারি করা হয়। আমি এ জমিতে ইরি ধান লাগিয়েছি। জোরপূর্বক আল আমিন ও শরীফ আমার জমি তাদের দখল করিয়ে দিতে মাটি কেটে নিয়ে যায়।
অভিযুক্ত আল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি জমি দখলের সঙ্গে জড়িত না। আমার নামে আরেকজন রয়েছেন। তিনি এ কাজে জড়িত থাকতে পারেন।
এলাকাবাসীর অভিযোগ, আল আমিন ও শরিফ এলাকায় মাদক সেবী, ব্যবসা, সন্ত্রাসী, দখলবাজ, নানা অপরাধমুলক কর্মকান্ডসহ পরিচালনা করে থাকে। তাদের নেতৃত্বে একটি বাহিনী রয়েছে। কেউ প্রতিবাদ করলে নানা ভয়ভীতি দেখিয়ে মারধর ও হুমকি প্রদান করে থাকে।
সোনারগাঁও থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি আমার জানা নেই। তবে জমি দখলের বিষয়ে একটি অভিযোগ হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত দিন