বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাকের পার্টির প্রার্থী বাছাই কাউন্সিল অনুষ্ঠিত হয়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে
রোববার সন্ধ্যায় সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামে জাকের পার্টির আসন ভিত্তিক প্রার্থী বাছাই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির মহা সচিব শামিম হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির অতিরিক্ত মহা সচিব মুরাদ হোসেন জামাল, জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মাওলানা মুফতি শরিফুল ইসলাম সাইফী, জাকের পার্টি তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি কায়সার আহম্মেদ চাঁদ।
অনুষ্ঠানে জাকের পার্টির জাতীয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কাউন্সিলে নারায়ণগঞ্জ ০৩ আসন সোনারগাঁও আসনে জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী ৩ প্রার্থীর নাম ঘোষনা করা হয়। তারা হলেন জাকের পার্টি যুবফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামিল মিজি, সোনারগাঁও উপজেলা জাকের পার্টির সভাপতি মাওলানা আব্দুস সালাম ও জাকের পার্টি সাহিত্য সংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি।
কাউন্সিল দেশের কল্যাণ মুক্তি, বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন জাকের পার্টির নেতারা। পরে বিশ্ব উম্মার সুখ শান্তি ও ফিলিস্তিনের মুসলিম ভাই ও বোনদের প্রতি বিশেষ দোয়ার মাধ্যমে কাউন্সিল সমাপ্ত হয়।
আপনার মতামত দিন