রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত মেঘনা ইন্ড্রাষ্ট্রিয়াল ইকোনমিক জোনে মেঘনা গ্রুপের ৭টি ও বিদেশী বিনিয়োগকৃত ৭টিসহ মোট ১৪ টি শিল্পপ্রতিষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাধীনতার সুর্বন জয়ন্তী উপলক্ষে সারাদেশে একশ’টি অর্থনৈতিক অঞ্চলে এসব শিল্পপ্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। সোনারগাঁওয়ে টিপরদী এলাকায় মেঘনা ইন্ড্রাষ্ট্রিয়াল ইকোনমিক জোনে ভিডিও কনফারেন্সে অংশ নেন স্থানীয় প্রশাসনের ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
ইন্ড্রাস্ট্রিগুলো হলো মেঘনা পিভিসি লিমিটেড, মেঘনা ফয়েল প্যাকেজিং, সোনারগাঁও সোলার এনার্জি, মেঘনা বাল্ক ব্যাগ ইন্ড্রাষ্ট্রিজের বাণিজ্যিক উৎপাদনের এবং কুমিল্লা ইকোনমিক জোনের মেঘনা গ্লাস ইন্ড্রাষ্ট্রিজ, মেঘনা রি রোলিং মিলসের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এছাড়া মেঘনা ইন্ড্রাস্ট্রিয়াল ইকোনমিক জোনে স্থাপিত ৭টি বিদেশী বিনিয়োগকৃত ইন্ড্রাস্ট্রিজের বাণিজ্যিক উৎপাদনের উদ্বোধন করেন।
মেঘনা ইন্ড্রাস্ট্রিয়াল ইকোনমিক জোন সুত্রে জানা যায়, ৭টি নতুন শিল্প প্রতিষ্ঠানে ৪৭০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে। এছাড়া বিদেশী বিনিয়োগ এসেছে ১১০ মিলিয়ন মার্কিন ডলার। এরই মধ্যে ইকনোমিক জোনে ৯ হাজার ৫শ’ লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এই অর্থনৈতিক অঞ্চল থেকে ভারত নেপাল, অস্টেলিয়া, জামার্নি, মায়ানমার, কোরিয়া, ফ্রান্স, ইতালি, কানাড, স্পেন, নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশে প্রায় ৯৬ কোটি মার্কিন ডলার পন্য রপ্তানী করা হবে। এছাড়া এই জোনে আমেরিকা, জার্মানী, ইতালির কয়েকজন বিনিয়োগকারি বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে মেঘনা ইন্ড্রাস্ট্রিয়াল ইকোনমিক জোনে মাত্র পাচঁ বছরে ১১টি দেশীয় এবং ১১ টি বিদেশীসহ মোট ২২ টি শিল্পপ্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। প্রধানমন্ত্রীর যে ভিশন দেশের একশটি অর্থনৈতিক অঞ্চলে বেজার ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে শিল্পায়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে শিল্প উদ্দ্যোগক্তারা ঝাঁপিয়ে পড়েছে। কভিড ১৯ এবং বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি উজ্জিবিত আছে। তিনি বলেন, বিদেশী বিনিয়োগের মাধমে আধুনিক প্রযুক্তির সাথে বাংলাদেশী শ্রমিকদের দক্ষ করে তোলায় কাজ করছে মেঘনা গ্রুপ।
সোনারগাঁওয়ে টিপরদী এলাকায় মেঘনা ইন্ড্রাষ্ট্রিয়াল ইকোনমিক জোনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল , সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ আওয়ামীলীগ ও মেঘনা গ্রুপের নেতৃবৃন্দ।
আপনার মতামত দিন