শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ঃ
সোনারগাঁওয়ে ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। প্রকৃতিতে বৈরী আবহাওয়ায় মধ্যে উপজেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ, সোনারগাঁও পৌরসভার আমিনপুর ঈদগাহ, মেঘনা শিল্পনগরী ঈদগাহ, হাবিবপুর ঈদগাহসহ বিভিন্ন ঈদগাহে ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টির ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ – ৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা সাদিপুরে ঈদের নামাজ আদায় করে সাদিপুর, নোয়াগাও, বারদী,ইউনিয়ন ও সোনারগাঁও পৌরসভার বিভিন্ন এলাকার মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি সোনারগাঁও থানার ওসিসহ পুলিশ কর্মকর্তাদের সাথেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নোয়াগাও ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান বাবু, জাতীয় পার্টি বারদী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ দাইয়ান সরকার, জাতীয় পার্টি নেতা হাজী সারোয়ার হোসেন, হাজী মুক্তার হোসেন, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন মেম্বারসহ স্হানীয় নেতৃবৃন্দ।
দুই বছর পর অনুষ্ঠিত এই ঈদ জামাতে বিপুল সংখ্যক মুসলমান অংশ নেন। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ এই জামাতে অংশ নেন।
আপনার মতামত দিন