বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাক চাপায় মনসুর আলী (৬০) নামে এক অটোরিক্সা চালকের নিহত হয়েছে। রোববার সকালে মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনসুর আলী উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খাঁন জানান, মেঘনাঘাট টোলপ্লাজার সামনে মনসুর আলী নামের অটোরিক্সা চালককে অজ্ঞাত এক ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে।
আপনার মতামত দিন