বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে নৌকা প্রতীক বিজয়ী করতে সভায় আ’লীগ নেতাকর্মীদের অঙ্গিকার জামপুরে টাইলসবাহী ট্রাকে আগুন, হেলপার দগ্ধ এমপি খোকা জাতীয় পার্টির মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল নির্বাচন কমিশন থেকে আ’লীগ জাপাসহ তিনজনের মনোনয়নপত্র সংগ্রহ সোনারগাঁওয়ে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন এমপি খোকা, বিভিন্ন স্থানে আনন্দ মিছিল নৌকার মনোনয়ন পেলেন আব্দুল্লাহ আল কায়সার, ১০ বছর পর নৌকা প্রতীক পেয়ে উচ্ছাসিত নেতাকর্মীরা সোনারগাঁও সাহিত্য নিকেতনের মুখপত্র চর্চা ‘র শরৎ সংখ্যার পাঠ উন্মোচন সোনারগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ চার নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন যারা সোনারগাঁওয়ের সেই ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে বদলি

অবরোধের ৩য় দিনেও সহস্রাধিক কর্মী নিয়ে এরফান হোসেন দীপের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপি জামায়েতের আহবানে অবরোধের ৩ য় দিনে নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থান কর্মসূচি ও শান্তি মিছিল বের করে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নারায়ণগঞ্জ -৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এরফান হোসেন দীপ।
তিনি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত
ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সহস্রাধিক নেতাকর্মীদের নিয়ে এই অবস্থান কর্মসূচি পালন করে। পরে মোগরাপাড়া চৌরাস্তা থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেশ কিছু স্থান জুড়ে শাম্তি মিছিল বের করে। এর আগে অবরোধের  ২ দিন উপজেলার ভিন্ন ভিন্ন স্থানে এরফান হোসেন দীপের উদ্যোগে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসুচিতে এরফান হোসেন দীপ বলেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে নিয়ে গেছে মানুষ এখনো এই ধারাতেই থাকতে চায়। মানুষ আর পেছনে ফেরত যেতে চায় না। এভাবে অবরোধ  চলতে থাকলে আবারও জিনিসপত্রের দাম বেড়ে যাবে। মানুষ চায় শান্তিতে থাকতে। রুটি রোজগার করে বসবাস করতে। এই হরতাল অবরোধ মানুষ আর চায় না। বিএনপির প্রতি আমার বার্তা থাকবে আপনারা বাস্তবতা বোঝার চেষ্টা করেন। জনগণ আপনাদের প্রত্যাখান করেছে। দেশের স্বার্থে আপনারা এই সহিংস পথ থেকে সরে আসেন।
এরফান হোসেন দীপ আরো বলেন, মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন। বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসের কথা দেশবাসী ভুলে যায়নি। কিভাবে নিরপরাধ মানুষজনকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, সবাই মনে রেখেছে। ২০১৪ ও ২০১৮ সালে  বিএনপি-জামায়াত চক্র জ্বালাও-পোড়াও রাজনীতি শুরু করে। মহান মুক্তিযুদ্ধে গনহত্যা, মানবতাবিরোধী অপরাধের জন্য যখন বিচার শুরু হয় তখনই এই ধ্বংসাত্মক রাজনীতি শুরু হয়। তাই আজ বিএনপি জামাতের নৈরাজ্য ঠেকাতে  আমরা সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ ও অংগসংগঠন নেত্রীবৃন্দ নিয়ে এই আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান করছি।
এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোহম্মদ শাহ আলম মিয়া, জেলা আওয়ামী লীগ নেতা  মোঃ নজরুল ইসলাম, সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগ নেতা আব্দুল রউফ মিয়া,  মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য  মোঃ আনোয়ার হোসেন,  আওয়ামী লীগ নেতা মোহাম্মদ তাইজুল ইসলাম, সোনারগাঁও ডিগ্রী কলেজের সাবেক ভিপি মোঃ সাইফুল ইসলাম বাবু, জেলা কৃষক লীগ নেতা আব্দুল সালাম সেলিম, জেলা ছাত্রলীগ নেতা কবির হোসেন প্রধান, যুবলীগ নেতা মোঃ শাহজালাল, আবির হোসেন, আলী হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদের উপজেলা সভাপতি নাহিদুল ইসলাম খোকন , রাসেল আহমেদ, মোঃজহিরুল ইসলামসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD