নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১৩ অক্টোবর (শুক্রবার) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর ব্রীজ সংলগ্ন এলাকায় উন্নয়ন ও শান্তি সমাবেশকে সফল করার লক্ষ্যে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে উপজেলার মোগরাপাড়া এলাকায় হাজী শাহ মো সোহাগ রনি বাস ভবনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মো সোহাগ রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ্ আলম রুপম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নেকবর হোসেন নাহিদ।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য শেখ আলমগীর, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উপ তথ্য সম্পাদক নুরুজ্জামান পিঞ্জর, মানব সেবা বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ জিহাদ হাসান সোনারগাঁও উপজেলা মৎসজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রানা খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অনিক হাসান, ফেরদৌস, শেখ মেহেদি ,শাহ্ জালাল,শাহিন,বাবুল, আক্তার,বশর, নাহিদ, সুজন,
খাইরুল,কামরুল,ইমন,রবিন,তকবির,হিরা,সুমন,জুম্মান,আক্তার,ছাবন,শাহারিয়া,মোবারক,মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম রিদয়, সাধারন সম্পাদক মোঃ তাওহিদ, সহ সভাপতিশেখ আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সজিব প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ মিনহাজ প্রমুখ।
সভায় বত্তারা ১৩ই অক্টোবর কাঁচপুরে শান্তি সমাবেশ সফল করতে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
আপনার মতামত দিন