মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০১:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       

কাঁচপুর কুতুবপুরে সড়ক যেন মরন ফাঁদ, ম্যানহোলের ঢাকনা নেই

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সড়ক এ যেন মরন ফাঁদ। নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে একটি এলাকার রাস্তার ড্রেনেজ লাইনে প্রায় ১৪টি ম্যানহোলের ঢাকনা নেই। এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকার লোকজন। উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুরে রাস্তার এ হাল। ১২ ফুট গভীরতার বড় বড় ম্যানহোলগুলো ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক অবস্থায় রয়েছে। অহরহ দূর্ঘটনা ঘটছে। যেন দেখার কেউ নেই।

সরজমিন গিয়ে দেখা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর থেকে কিউট পল্লী এলাকার রাস্তার দু’পাশে ম্যানহোল রয়েছে। এ রাস্তার প্রায় ১৪টি ম্যানহোলের ঢাকনা গত এ সপ্তাহ যাবত নেই। কে বা কারা এ ঢাকনা চুরি করে গেছে বলে এলাকাবাসী জানান। এ রাস্তায় ওই এলাকায় ৪/৫ টি শিল্প কারখানার ট্রাক ও কার্ভাডভ্যান প্রতিনিয়ত চলাচল করে। এছাড়া এলাকার লোকজনও চলাচল করে। বর্তমানে ম্যানহোল না থাকায় ঝুঁকি নিয়ে ওই এলাকার বসবাসরত লোকজন ও সকল প্রকার যানবাহন চলাচল করছে। সবসময়ই পথচারীরা আতংকের মধ্যে থাকে। কখন যেন খোলা ম্যানহোলে গাড়ির চাকা পরে উল্টে গিয়ে বড় বিপদ ডেকে আনে।

কুতুবপুরের সোহেল মিয়া জানান, কুতুবপুরে মেসার্স হাসান মেডিকেল কর্ণার হতে কিউট পল্লীর মেইন রাস্তা পর্যন্ত খোলা ম্যানহোলগুলো যেন দুর্ঘটনা ঘটানোর অপেক্ষায় আছে। বাসা থেকে শিশুরা বাইরে বের হলেই আতঙ্কে থাকি, কখন বিপদ নেমে আসে। বিশেষ করে সন্ধ্যার পর আমাদের আতঙ্ক বেড়ে যায়।

পথচারী তুফু জানায়, গাড়ির পাশ কাটাতে গিয়ে খোলা ম্যানহোলে অটোরিকশার পিছনের চাকা পরে উল্টে গিয়ে চালক ও যাত্রীরা আহত হয়। প্রতিদিনই এমন কোন না কোন ছোট দূর্ঘটনা ঘটছে। আতঙ্কে আছি কখন যেন বড় দূর্ঘটনা ঘটে।

অটোরিকশা চালক ইকবাল জানান, গত এক সপ্তাহ আগের তিন চারটা ঢাকনা ছিলো না। এখন দেখি অনেক গুলো নাই। যাত্রী নিয়ে চলতে অনেক অসুবিধা হচ্ছে। রাতে চলতে বেশি আতঙ্ক হয়।

কাঁচপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মোশারফ হোসেন জানান, কে বা কারা রাতের আধারে ম্যানহোলের ঢাকনা চুরি করে নিয়ে গেছে। ৭ দিন যাবত ভোগান্তিতে পড়েছে আমার ওয়ার্ডবাসী। আমাকে অনেকে অভিযোগ দিয়েছে। স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেছি। মেরামত সহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD