বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে র্যালী ও শেখ রাসেল আবক্ষ ভার্স্কযে পুস্পমাল্য অর্পন করা হয়।
মঙ্গলবার সকালে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক মো. বাবুল মিয়ার নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালীটি ফাউন্ডেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম, প্রদর্শন কর্মকর্তা একে আজাদ সরকার, কর্মকর্তা একে এম মুজ্জাম্মিল হকসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা র্যালীতে অংশ নেন।
পরে ফাউন্ডেশন চত্বরে শেখ রাসেল আবক্ষ ভার্স্কযে পুস্পমাল্য অর্পন করা হয়।
আপনার মতামত দিন