রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে সাংবাদিক পুত্র ফুল স্কলারশিপ পেয়ে উচ্চ শিক্ষা গ্রহণে স্পেনে যাত্রা  সোনারগাঁওয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রতিপক্ষের হামলা, ভাঙচুর ও লুটপাট সোনারগাঁওয়ে শহীদী মার্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রা ও সমাবেশ সোনারগাঁও প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে রেজাউল করিমের সমর্থকদের শুভেচ্ছা বিনিময়  সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে, সোনারগাঁও থানা বিএনপির ত্রাণ সামগ্রী বিতরন সোনারগাঁওয়ে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে মানববন্ধন নুনেরটেকে মেঘনা নদী ভাঙ্গন রোধে ৪০ লাখ টাকার জিও ব্যাগ ফেলা শুরু যারা এখন লুটপাট,জুলুম, অত্যাচার করছেন তাদের হাতেও দেশ নিরাপদ নয়- মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করী সোনারগাঁওয়ে দাবিকৃত চাঁদা না দেয়ায় তরকারী ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম

কাল বুধবার থেকে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে। সকালে সোনারগা্ওঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ময়ূর পঙ্খী লোকজ মঞ্চে মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব মো. আবুল মনসুর, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল , নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজওয়ান -উল- ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক এস এম রেজাউল করিম স্বাগত বক্তব্য রাখবেন। মঞ্চে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চিত্রশিল্পী হাসেম খান।
বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশন প্রতিবছরই মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব আয়োজন করে।

দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে আয়োজিত মাসব্যাপী এ লোক কারুশিল্প মেলায় কর্মরত কারুশিল্পী প্রদর্শনী, লোকজ প্রদর্শনী, পুতুল নাচ, বাইস্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ বাহারী পণ্য সামগ্রীর প্রদর্শনের ব্যবস্থা থাকবে। মাসব্যাপী উৎসবে প্রতিদিন লোকজ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের ছেলে মেয়েদের পরিবেশনায় বিলুপ্ত প্রায় গ্রামীণখেলা, পুতুল নাচ, কর্মরত কারুশিল্পীর করুপন্যের প্রদর্শনীসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ফাউন্ডেশন সূত্র জানান, এবারের মেলায় কর্মরত কারুশিল্পী প্রদর্শনীর ২৪টি স্টলসহ ১০০টি স্টাল বরাদ্ধ করা হয়েছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রথিতদশা ৪৮ জন কারুশিল্পী সক্রিয়ভাবে অংশ নেবেন। এ বছর সোনারগাঁওয়ের দারুশিল্পের কারুকাজ, হাতি ঘোড়া, মমী পুতুলের বর্ণালী-বাহারি পণ্য, জামালপুরের তামা-কাঁসা-পিতলের শৌখিন সামগ্রী,সোনারগাঁওয়ের বাহারি জামদানি শিল্প, বগুড়ার লোকজ বাদ্যযন্ত্র, কক্সবাজারের শাঁখা ঝিনুক শিল্প, ঢাকার কাগজের শিল্প, রাজশাহীর মৃৎশিল্প-মাটির চায়ের কাপ, শখের হাঁড়ি, বাটিক শিল্প, খাদিশিল্প, মণিপুরী তাঁতশিল্প, রংপুরের শতরঞ্জি শিল্প, টাঙ্গাইলের বাঁশ- বেতের কারুপণ্য, সিলেটের বেতশিল্প, চাঁপাইনবাবগঞ্জের সুজনি কাঁথা, কিশোরগঞ্জের টেরা কোটা পুতুল, খাগড়াছড়ি ও মৌলভীবাজারের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কারুপণ্য, মৌলভীবাজারের বেতের কারুশিল্প, ঠাকুরগাঁয়ের বাশেঁর কারুশিল্প, মাগুড়া ও ঝিনাইদহের শোলাশিল্প, চট্টগ্রামের তালপাতার হাতপাখা, পাটজাত কারুপণ্য, লোকজ অলংকার শিল্প, নাগর দোলা, বায়স্কোপ ও মিঠাই মন্ডার পসরা থাকলে ষ্টলগুলোতে।

ফাউন্ডেশনের পরিচালক এস এম রেজাউল করিম সোনারগাঁও নিউজকে জানান, ইতোমধ্যে ফাউন্ডেশনের সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। লোকজ মঞ্চে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মেলা উপলক্ষে ফাউন্ডেশন চত্বর বর্ণিল সাজে সাজানো হয়েছে। মেলা করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে শুরু হওয়া মেলা ১৬ ফেব্রæয়ারি পর্যন্ত মাসব্যাপী চলবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD