শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, জামপুর :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিশু শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার জামপুর ইউনিয়নের কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেক আলীর বিরুদ্ধে এ অভিযোগ উঠে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন । ঘটনার পর ওই প্রধান শিক্ষক মোবাইল বন্ধ করে আত্মগোপনে চলে যান।
সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের ২৩নং কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেক আলী। তিনি ওই স্কুলের শিশু শ্রেণীর এক ছাত্রীকে গত বুধবার সকালে তার কক্ষে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। এক পর্যায়ে ওই ছাত্রী চিৎকার শুরু করলে তার মা গিয়ে দেখে ফেলে। এসময় প্রতিবাদ করলে ওই প্রধান শিক্ষক বিষয়টি জানাজানি না করার জন্য ক্ষমা প্রার্র্থনা করেন।
ভূক্তভোগী ওই ছাত্রীর মা বলেন, এক বছর আগে তার মেয়েকে এ স্কুলে শিশু শ্রেণীতে ভর্তি করান। গত এক বছর ধরে তিনি তার মেয়েকে স্কুলে নিয়ে যান। ক্লাসে বসিয়ে রেখে তিনি বাইরে অপেক্ষা করেন। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে তার মেয়েকে ক্লাসে রেখে তিনি বাইরে চলে আসেন। এক পর্যায়ে তার মেয়ের কান্নার শব্দ শুনতে পান। সেখানে গিয়ে তিনি দেখতে পান তার মেয়েকে জড়িয়ে ধরে প্রধান শিক্ষক অপকর্ম করার চেষ্টা করে।
তিনি আরো বলেন, তার মেয়ের কাছে জানতে পারেন এর আগেও প্রধান শিক্ষক একাধিকবার তার মেয়ের সঙ্গে এ অপকর্ম করেছেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক সাদেক আলীর মোবাইলে একাধিকবার ফোন করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। ক্ষুদে বার্তা দিয়েও কোন সাড়া মেলেনি ।
সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমান সোনারগাঁও নিউজকে জানান, বিষয়টি অবগত আছি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ সোনারগাঁও নিউজকে জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বে সঙ্গে তদন্ত করার জন্য তালতলা ফাঁড়ি পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আপনার মতামত দিন