রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন
মনির হোসেন, জামপুর থেকে :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির জামপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকেলে বশিরগাঁও এলাকায় জামপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের কন্ঠ ভোটে আল মুজাহিদ মল্লিক সভাপতি ও আজহারুল ইসলাম সানোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আগামী ৭ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি করতে নির্দেশ দেওয়া হয়।
জামপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও থানা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁও থানা বিএনপির সদস্য সচিব মোশাররফ হোসেন।
জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁও থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম আহবায়ক হাজী শফিউদ্দিন ভূঁইয়া, সোনারগাঁও পৌর বিএনপি’র আহবায়ক হাজী শাহজাহান মেম্বার, সোনারগাঁও পৌর বিএনপি’র সদস্য সচিব কাউন্সিলর মোতালেব হোসেন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি’র সভাপতি তাইজুল ইসলাম সরকার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী জয়নাল মেম্বার, বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সোনারগাঁও থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূঁইয়া, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাজী সেলিম সরকার, কাঁচপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফজল হোসেন, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, সোনারগাঁও থানা কৃষকদলের সভাপতি ফজলুর রহমান মেম্বার, সাধারন সম্পাদক সেলিম হোসেন দিপু, সোনারগাঁও থানা যুবদলের যুগ্ম আহবায়ক আমির হোসেন, সোনারগাঁও থানা মহিলা দলের সাধারন সম্পাদক সালমা আক্তার, মহিলা দল নেত্রী সালসা আক্তার কাজল, সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, মোরশেদ,শামীম, ডালিম সিকদার, সনমান্দী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব খোকন সিকদার, নারায়নগঞ্জ জেলা ছাত্রদল নেতা রুবেল হোসাইন, ইমরান, ফারুক, জামপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. পনির হোসেন মিন্টু, সোনারগাঁও থানা ছাত্রদলের সদস্য সচিব জহিনুল ইসলাম জনি, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রাজ প্রমুখ। ুসময় জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন