মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃৃহস্পতিবার বিকেলে উপজেলার মেঘনা শিল্প নগরীর স্কুল এন্ড কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পিরোজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন।
সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সামসুল ইসলাম ভূঁইয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য মোঃ সাইদুর রহমান, পিরোজপুর ইউনিয়ন আ’লীগের আহবায়ক ফিরোজ মোল্লা, যুগ্ম আহবায়ক ডাঃ আতিক উল্লাহ।
সম্মেলনে আরোও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম, সগীর আহম্মেদ, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, স্বেচ্ছাসেবক লীগ নেতা নেকবর হোসেন নাহিদ, শামসুজ্জামান শামসু, মামুন আহমেদ রাশেদ ,এ্যাড.মোখলেসুর রহমান আমির, মাসুদ রানা মানিক, আরিফুর রহমান রবিনসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত দিন