নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপি জামায়েতের সন্ত্রাস, জ্বালাও পোড়াও অবরোধের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়কে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নারায়ণগঞ্জ -৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এরফান হোসেন দীপ।
তিনি বিএনপির টানা ৩ দিনের অবরোধ কর্মসুচির প্রথম দিনে মঙ্গলবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাস স্টান্ড এলাকায় নেতাকর্মীদের নিয়ে অবস্থান করে এ শান্তি সমাবেশ করেন।
শান্তি সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মরহুম মোবারক হোসেন এর পুত্র সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নারায়ণগঞ্জ -৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এরফান হোসেন দীপ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রস্তুতি কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মােঃ নজরুল ইসলাম, জেলা কৃষক লীগের প্রস্তুতি কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম সেলিম, মোগড়াপাড়া ইউপির সাবেক সদস্য আনোয়ার আলী, যুবলীগ নেতা মো. আবীর, পিরোজপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আলী হোসেন, যুবলীগ নেতা মোঃ শাহজালাল, নোয়াগাও ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা সেলিম, জেলা ছাএলীগ নেতা কবির হোসেন প্রধান, সোনারগাঁও উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি নাহিদুল ইসলাম খোকন, পিরোজপুর ইউনিয়ন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মোঃ সেলিমসহ আওয়ামী লীগ যুবলীগ ছাএলীগসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত দিন