বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যের বাজার ইউনিয়ন জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে হামছাদী এলাকায় বৈদ্যেরবাজার ৬নং ওয়ার্ডে জাতীয় পার্টির কার্যালয়ে এক আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।
বৈদ্যেরবাজার ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় মহিলা পার্টির সোনারগাঁ উপজেলার প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট নারী নেত্রী মিসেস ডালিয়া লিয়াকত, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এম এ জামান, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাবেদ রায়হান জয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈদ্যের বাজার ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মোহাম্মদ আলী মেম্বার, উপজেলা জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা জাহেদা আক্তার মনি, বৈদ্যের বাজার ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আবু সিদ্দিক মেম্বার, বৈদ্যের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ নজরুল ইসলাম, সোনারগাঁও উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাসিমা আক্তার পলি মেম্বার, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না, সোনারগাঁও উপজেলা জাতীয় মহিলা পার্টির সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, পৌরসভা জাতীয় পার্টি ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ হাসান ইমাম, জাতীয় যুবসংহতি সোনারগাঁ উপজেলা সদস্য সচিব সিকান্দার আলী প্রমুখ।
আপনার মতামত দিন