নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলার মোগরাপাড়া কাচারি মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
সম্মেলন উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগির আহম্মেদ, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মাসুদ রানা মানিক ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি।
সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিনের সভাপতিত্বে ও সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, সাবেক ছাত্রনেতা ও সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মামুন আহমেদ রাশেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী সামসুজ্জামান সামসু, মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী সিরাজুল ইসলাম সজল ও সাধারণ সম্পাদক প্রার্থী অনিক, আরিফ প্রমুখ।
সম্মেলনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেনের কাছে নৌকার মনোনয়ন চাইলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানন এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁওয়ে যাতে নৌকার মনোনয়ন দেয়া হয় সেজন্য তিনি কাজী মোয়াজ্জেম হোসেনকে অনুরোধ করেন। এসময় তিনি আরো বলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ আগের থেকে অনেক শক্তিশালী। গত দুই দুই বার সোনারগাঁও থেকে জাতীয়পার্টির জন্য আসনটি ছেড়ে দেয়া হচ্ছে। আগামীতে যেন এখানে নৌকা প্রতিক দেয়া হয় সে জন্য তার দৃষ্টি আকর্ষন করেন।
এসময় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন