নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আজ ১৫ জুন উৎকন্ঠা ও আতংকের ভোট নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন। ইউনিয়নবাসীর মধ্যে উৎকন্ঠা ও আতংক বিরাজ করছে। আওয়ামীলীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর নানা অভিযোগে আতংকিত ভোটার ও নেতাকর্মীরা। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সোহাগ রনির বিরুদ্ধে বহিরাগত নিয়ে আতংক তৈরি করে এমন অভিযোগ স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু। তবে আওয়ামীলীগ প্রার্থীর অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ বাবুর সমর্থকরা নৌকার কর্মীদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। এতে করে আওয়ামীলীগের নৌকা প্রতিকের কর্মীরা আতংকিত হয়ে পড়ছেন। তবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে জানিয়েছেন সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ-উর রহমান। তিনি জানিয়েছেন, কেন্দ্রে ভোট প্রদানের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করা হবে। আমরা সকল প্রকার প্রস্তুতি গ্রহন করেছি।
জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৮ম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে আজ ১৫ জুন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তবে এদের মধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সোহাগ রনি ও স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ বাবুর মূল প্রতিদ্বন্ধিতা হবে। অন্য প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. দেলোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান রক্সি ও সুরুজ মিয়া। মোগরাপাড়া ইউনিয়নে মোট ২৩ হাজার ৯শ’ ২জন ভোটার রয়েছে। এদের মধ্যে ১২ হাজার ২ শ’ ৩৫ জন পুরুষ ও ১১ হাজার ৬শ’ ৬৬ জন নারী। এছাড়াও একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এ বছর এ ইউনিয়নে ইভিএম মেশিনে ভোট গ্রহন হবে।
সোনারগাঁও উপজেলার এবার প্রথম ইভিএম ভোটে নির্বাচন হবে।
এলাকাবাসীর জানান, দীর্ঘ সময় ধরে মোগরাপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ পরিবারের মধ্যে এ ইউনিয়নের চেয়ারম্যান পদটি দখলে ছিল। এ বছর প্রথম এ পরিবারের বাইরে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পান সোহাগ রনি। এ ইউনিয়নে গত দুই দফায় আওয়ামীলীগের সমর্থন নিয়ে ববর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবার তিনি মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
এলাকাবাসী আরো জানান, এ নির্বাচন খুবই গুরুত্ব বহন করছেন। এ ইউনিয়নের নগরায়ন হচ্ছে। ইভটিজিং, মাদক ব্যবসা, কিশোর গ্যাং দিন দিন বেড়ে যাচ্ছে। এছাড়াও অনেক রাস্তাঘাট অবকাঠামো নির্মাণ বাকি রয়েছে। যিনি নির্বাচিত হবেন তার সামনে এসব নিয়ন্ত্রন নতুন চ্যালেঞ্জ।
মোগরাপাড়া ইউনিয়নে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী সোহাগ রনি সোনারগাঁও নিউজকে বলেন, আমাকে দল থেকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে নৌকা প্রতীকের জয় উপহার দিবো। আমি বিজয়ী হয়ে এ ইউনিয়নে ইভটিজিং, মাদক ব্যবসা, কিশোর গ্যংসহ অবকাঠামো উন্নয়ন গুরুত্ব দিবো। স্বতন্ত্র প্রার্থীর লোকজন আমার কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছেন। এ নিয়ে আমি নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছি।
স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু সোনারগাঁও নিউজকে জানান, জনগনের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছি। ১১ বছর এ ইউনিয়নবাসীর সেবা করেছি। তাদের সুখে দুখে পাশে রয়েছি। আশা করি এবারও জনগন ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।
সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ-উর রহমান সোনারগাঁও নিউজকে জানান, সোনারগাঁওয়ে প্রথম ইভিএমএ ভোট গ্রহন হচ্ছে। নির্বাচন সুষ্ঠু , অবাধ ও নিরপেক্ষ হবে। আতংকিত হওয়ার কোন কারণ নেই। প্রশাসন প্রতিটি কেন্দ্রে আইনশৃংখলা রক্ষাকারীর বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি বিজিপি টহলরত অবস্থায় থাকবে।
আপনার মতামত দিন