নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সাংসদ ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার এর শ্বশুর আবু সাঈদ (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার সকাল ৬টায় ঢাকার মিরপুর কিডনি ফাউন্ডেশন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন।
শুক্রবার জুম্মা বাদ মিরপুর ক্যান্টেনমেন্ট মানিকদী জামে মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল কায়সার এর শ্বশুর এর মৃত্যুতে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইঁয়া, সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ আওয়ামীলীগ,
যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ ও এর সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
আপনার মতামত দিন