নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিজয় র্যালীর মধ্য দিয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারের নৌকা প্রতীকে প্রচারণা শুরু করেছেন।
মঙ্গলবার মোগরাপাড়া চৌরাস্তা সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় বিজয় র্যালী বের করা হয়। বিজয় র্যালীতে উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মীদের অংশ গ্রহনে জনস্রোতে পরিনত হয়। শত শত নেতাকর্মী আব্দুল্লাহ আল কায়সারকে ফুল ছিটিয়ে তাকে সংবর্ধনা জানায়।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগ মোটর সাইকেল ও গাড়ী বহর নিয়ে এ বিজয় র্যালী বের করা হয়। নৌকার শ্লোগানে মুখরিত করে তুলে পুরো এলাকা। ব্যানার, ফেষ্টুন ও প্ল্যাকাড হাতে নিয়ে বাদ্য বাজনা বাজিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় নৌকাকে বিজয়ী করতে ৭ তারিখে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট দেয়ার আহবান জানান। র্যালীটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিণ করা হয়।
বিজয় র্যালী ও আনন্দ মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ ৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া ও সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়া, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাজী মো. সোহাগ রনি, প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
আওয়ামীলীগের উদ্যোগে র্যালীটি মোগরাপাড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে উপজেলা প্রদক্ষিন করে পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে এসে শেষ হয়।
আপনার মতামত দিন