শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ সংক্রান্ত মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যেদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রশিক্ষণ দেন জাতীয় স্হানীয় সরকার ইনস্টিটিউট (এনআাইএলজি ঢাকা) উপপরিচালক সাইয়েমা হাসান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.এহসান-উল হাবিব,সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দৌলত-উর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজওয়ান-উল-ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,মহিলা নেত্রী ও সাবেক জেলা পরিষদের সদস্য এড.নুরজাহান বেগম,সোনারগাঁও প্রশাসন কর্মকর্তা মো.রাশেদুল ইসলাম প্রমূখ।
জামপুর,বারদী,শম্ভুপুরা,পিরোজপুর এই চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্যসহ সচিবগন উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন