বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা ছিনতাইকৃত সুতা ভর্তি কন্টেইনার সোনারগাঁয়ে উদ্ধার সোনারগাঁওয়ে ১০ ইউপি চেয়ারম্যানের নিরাপত্তার দাবি  সোনারগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা গ্রেপ্তার সোনারগাঁয়ে আ’লীগের সঙ্গে আঁতাত করে গোলজার এখন বিএনপির বড় নেতা! সোনারগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে গনিত অলিম্পিয়াড সিজন-১ এর পুরস্কার বিতরন সোনারগাঁওয়ে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া  সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর  শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ১০ লাখ টাকার মালপত্র লুট সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে ৩১ শিক্ষক কর্মচারীর স্মারকলিপি 

সোনারগাঁওয়ে কোটি টাকা ব্যায়ে ৩৩ মন্ডপে হচ্ছে দূর্গোৎসব  

মাহবুবুল ইসলাম সুমন :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এবছর ৩৩ টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গোৎসব। মনমুগ্ধকরভাবে সাজানো হচ্ছে পূজা মন্ডপগুলোকে। বিরাজ করছে সাজ সাজ রব। সাজসজ্জা ও প্রসাদ বিতরণসহ ব্যায়বহুল এই দূর্গোৎসব উদযাপন করতে এবছর খরচ হবে প্রায় কোটি টাকা।
জানা গেছে, এবছর সোনারগাঁওয়ের মোগরাপাড়া, বৈদ্যেরবাজার, বারদী, জামপুর, সাদীপুর, নোয়াগাঁও, কাঁচপুরসহ বিভিন্ন ইউপি ও সোনারগাঁও পৌরসভাসহ ৩৩ টি মন্ডপে অনুষ্ঠীত হচ্ছে শারদীয় দূর্গোৎসব। এবার প্রতিটি মন্ডপেই পৃথকভাবে দেবী দুর্গার প্রতিমা বানানো, রং, কাপড়, অলংকার, আলোকসজ্জাসহ প্রসাদ বিতরণের জন্য খরচ পরবে প্রায় আড়াই থেকে ৩ লাখ টাকা। যা গড় হিসেবে সব মিলিয়ে ৩৩ টি মন্ডপের জন্য ব্যায় হবে প্রায় এক কোটি টাকা বা তার চেয়ে কিছু বেশি। এরমধ্যে স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও নারায়ণগঞ্জ জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অনুদানের আশ্বাস দেয়া হয়েছে। এছাড়াও সরকারিভাবে প্রতি মন্ডপের জন্য অনুদান আসবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান উল ইসলাম।
সোনারগাঁও উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত জানান, শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রতিক দেবী দুর্গা। এবার মা দুর্গা আসছেন ঘোটকে চড়ে ও গমন করবেন ঘোটকেই। এরই মধ্যে প্রতিমা সাজানোর কাজ প্রায় শেষ। এদিকে প্রতিদিনই পূজা মন্ডপগুলো দেখতে আসছেন বিভিন্ন বয়সী সব ধর্মের মানুষ। গত ১৪ অক্টোবর মহালয়ার দিন ঘট স্থাপনের মধ্য দিয়ে আমন্ত্রণ জানানো হয় দেবী দূর্গাকে। আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠীর দিন ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রসস্তা, সায়ংকালে দেবীর বোধন এবং আমন্ত্রণের মাধ্যমে দুর্গোৎসবের মূল অনুষ্ঠান শুরু হবে। পর্যায়ক্রমে মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও সর্বশেষ বিজয়া দশমীর দিন শারদীয় দূর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জন প্রসস্তার মধ্য দিয়ে এক বছরের জন্য বিদায় জানানো হবে মা দুর্গাকে। প্রতিদিনই থাকবে আগতদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা।
এদিকে যেকোন ধরনের নাশকতা ঠেকাতে পূজা মন্ডপগুলোতে নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল আলম জানান, অতিরিক্ত নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি কাজ করছে র‌্যাব, গোয়েন্দা পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও প্রতিটি পূজা উদ্যাপন কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD