ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় ফুটবল দলের
৯০ দশকের মাঠ কাঁপানো সাবেক ফুটবলারদের আগমন ঘটে।
শুক্রবার বিকেলে উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর সাতগ্রামের আগামীর বাতিঘর আয়োজিত প্রীতিম্যাচ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাদের এ আগমন ঘটে।
উপস্থিত ছিলেন ৯০ দশকের মাঠ কাঁপানো সাবেক ফুটবলার কায়সার হামিদ, শেখ মোহাম্মদ আসলাম, ম্যারাডোনা খ্যাত সৈয়দ সাব্বির, ইমতিয়াজ আহমেদ নকিব, জাকির, জনি, আমানসহ আরো অনেকে।
সাবেক ফুটবলারদের দেখতে হোসেনপুর এস পি ইউনিয়ন ডিগ্রী কলেজের মাঠে শত শত জনতার ও ফুটবলপ্রেমীদের ঢল নামে। ফুটবলারদের একনজর দেখার জন্য ভক্তরা ভীড় করে।
হোসেনপুর সাতগ্রামের আগামীর বাতিঘর আয়োজিত প্রীতিম্যাচ ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়
সোনারগাঁও একাদশ বনাম বন্দর মরহুম মোনায়েম মুন্না একাদশ। এ খেলায় মোনায়েম মুন্না একাদশ ট্রাইব্যাকারে ৬-৫ গোলে জয়লাভ করে।
আপনার মতামত দিন