বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       

সোনারগাঁওয়ে ডাসাসের ইফতার মাহফিল ও নবীনবরণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন অব সোনারগাঁও (ডাসাস) এর আয়োজনে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইফতার মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধায় সোনারগাঁও রয়েল রিসোর্টে  এ ইফতার মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) ঢাকা রেঞ্জ আকতার হোসেন(বিপিএম)।
ডাসাসের সভাপতি শাকিল সাইফুল্লাহ’র সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক মোশাররফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাসাসের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক সালাহউদ্দিন জুয়েল, সফর আলী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: গিয়াসউদ্দিন,  সরদার আসমত আলী মহিলা কলেজের অধ্যক্ষ ও  সোনারগাঁও উপজেলা হাসপাতাল মালিক সমিতির সভাপতি  ড. মো:নূর আলম, তিতাসের উপব্যবস্থাপক বিমল চন্দ্র দাস, জেলা খাদ্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,
প্রোগ্রামার এটুআই প্রজেক্ট মো: সিফাতুল ইসলাম,  সোনারগাঁও পৌরসভা মেয়র পদপ্রার্থী মুহাম্মদ হোসাইন,  গজারিয়া কলিমউল্লাহ কলেজের প্রভাষক মোঃ সাইফুর রহমান আহসানী, বিল্ডাপের পরিচালক রিয়াজুল করিম, চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি আক্তার হোসেন, সোনালি ব্যাংক মোগরাপাড়া শাখার ম্যানেজার মহসিন উল আলম, ইনসাফের পরিচালক আলাউদ্দিন রফিক, সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো:আহসান উল্লাহ, ঢাকা সিটি কলেজের সহকারী অধ্যাপক মনসুর আলী, ডাসাসের সাবেক সভাপতি আবুল কালাম, মাইসুন, মুহিবসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং সোনারগাঁওয়ের গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মদনপুর রিয়াজুল উলুম মাদ্রাসার প্রভাষক মো:নেছারউদ্দিন। ইফতার মাহফিলের পর আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক জনাব সালাহউদ্দিন জুয়েল বলেন, ‘ পরস্পরকে সহযোগিতা করার মধ্য দিয়ে যেন আমরা সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে পারি আমাদের প্রাণের সংগঠন ডাসাসের মাধ্যমে। ‘
 প্রধান অতিথির বক্তব্যে এসপি আকতার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে  বলেন, ‘ স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে,স্বপ্ন সেটাই যেটা পুরনের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। ভালো কিছু করতে হলে পরিশ্রম এবং পড়াশোনার কোনো বিকল্প হতে পারে না।’
ডাসাসের নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানটি শেষ হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD