বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দীর্ঘদিন পলাতক থাকার পর মানব পাচার মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর গোয়ালদী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত তরিকুল ইসলাম ওরফে আল আমিন চরগোলাদী গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে। তরিকুল ইসলাম সংঘবদ্ধ মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। নিরীহ মানুষকে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে নগদ টাকা আত্মসাৎ করে ও দেশের বাহিরে বিক্রি করে।
বুধবার দুপুরে র্যাব-১১ সিনিয়র এএসপি ও মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রপ্তারকৃত আসামী তরিকুল ইসলাম ওরফে আল আমিন সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের অন্যতম সদস্য। সে নিরীহ মানুষদের বিদেশ নেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে নগদ টাকা আত্মসাৎ করে এবং দেশের বাহিরে বিক্রি করে দেয়। সে বরিশালের গৌরনদী মডেল থানার ধুড়িয়াইল গ্রামের মো. খোরশেদ সরদারের ছেলে মো. নয়ন সরদারকে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে মোটা অংকের বেতনের চাকুরীর ব্যবস্থা করে দিবে বলে প্রলুব্ধ করে। পরবর্তীতে তরিকুল ইসলাম ও নয়ন সরদারের মধ্যে বিদেশে যাওয়ার খরচ বাবদ ৪ লক্ষ টাকার একটি চুক্তি পত্র সম্পাদিত হয়। চুক্তির শর্ত অনুযায়ী নয়দ সরদার তিন ধাপে ৩ লক্ষ টাকা পাচারকারী চক্রের সদস্য তরিকুল ইসলামের ব্যাংক একাউন্টে পাঠায়। ২০২২ সালের ৮ অক্টোবর নয়ন সরদারসহ ৫-৭ জনকে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে বিমান যোগে নেপালের কাঠমুন্ডুতে পাঠিয়ে দেয়। পরে নয়নকে কাঠমুন্ডুতে জিম্মি করে আরো এক লক্ষ টাকা দিলে তাকে মালয়েশিয়া পাঠাবে বলে কথা দেয় তার পরিবারকে। কিন্তু তাদের কথা অনুযায়ী আরো এক লক্ষ টাকা দেওয়ার পরও তাকে মালয়েশিয়া না পাঠিয়ে নেপালের কিছু দালালদের কাছে বিক্রি করে দেয়। প্রায় ২৫ দিন সেখানে মানবেতর জীবন কাটিয়ে নেপালে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সহায়তায় নয়ন সরদার দেশে ফিরে আসেন। এঘটনার পর নয়ন সরদার দেশে এসে তার বিরুদ্ধে বরিশালের গৌরনদী মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে চলতি বছরের ১২ এপ্রিল মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামী তরিকুল ইসলাম আত্মগোপনে চলে যায়। গত মঙ্গলবার রাতে সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলার গৌরনদী মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত দিন