বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৯৯৯ থেকে খবর পেয়ে যুবকের লাশ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদির বিল থেকে এ লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে ।
নিহত যুবকের নাম আল আমিন। সে উপজেলার সনমান্দি পূর্ব পাড়া গ্রামের জাকারিয়া মিয়ার ছেলে ।
শুক্রবার থেকে সে নিখোঁজ হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ সোনারগাঁও নিউজকে জানান, সকালে ৯৯৯ নাম্বার থেকে অজ্ঞাত লাশের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর ওই লাশের পরিচয় শনাক্ত হয়। ধারণা করা হচ্ছে ৪দিন আগে দূর্বত্তরা ওই যুবককে হত্যা করে জমির ঘাসের নিচে লুকিয়ে রাখে। মঙ্গলবার সকালে এলাকাবাসী লাশের দূর্গন্ধ পেয়ে ৯৯৯ এ খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত দিন