বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সোনারগাঁও উপজেলা চত্বর এলাকায় আলোচনা সভা, দোয়া ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইঁয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরু, মরহুম মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ প্রমুখ।
এসময় সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাদের পরিবারের নিহত সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া কামনা করা হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
আপনার মতামত দিন