ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ক্রীড়া শক্তি, ক্রীড়া বল, মাদক ছেড়ে খেলতে চল- এ শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শুক্রবার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেল৩ টায় উপজেলার শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সোনারগাঁও সোনালী অতীত বনাম সোনারগাঁও প্রেসক্লাব অংশ নেবে।
সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রীড়ানুরাগী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর আয়োজন ও ব্যবস্থাপনায় ফুটবল প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ -৩ ( সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
খেলার উদ্বোধক থাকবেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এএডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদনএলাহীর সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমানসহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
উক্ত খেলা উপভোগ করার জন্য সোনারগাঁওয়ের সর্বস্তরের লোকজনদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
আপনার মতামত দিন