রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
দৈনিক যুগান্তর পত্রিকার ২৩ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভা ও বর্ষপূর্তির কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক এলাহী, সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল।
দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার (সোনারগাঁও) ও স্বজন উপদেষ্টা আল আমিন তুষারের সঞ্চালনায় ও স্বজন সমাবেশ সোনারগাঁও শাখার সভাপতি দেওয়ান শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরজুরুল হক, সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, স্বজন সমাবেশ সোনারগাঁও শাখার উপদেষ্টা আনোয়ার হোসেন আনু, সহ-সভাপতি রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মহসীন, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, মনিরুজ্জামান মনির, শাহাদাত হোসেন রতন, হীরালাল বাদশা, আনিসুর রহমান, মশিউর রহমান, মাজহারুল ইসলাম, মোঃ কবির হোসেন, নাসির উদ্দীন, হুমায়ুন কবির, মাসুদ, রুবেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে যুগান্তরের বর্ষপূর্তির ২৩ পাউন্ড কেক কাটা হয়।
আপনার মতামত দিন