মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে টানা ৩য় বারের মতো চেয়ারম্যান বিজয়ী হওয়ার লক্ষ্যে উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতিকে আরিফ মাসুদ বাবু।
তিনি শনিবার বিকেলে মোগড়াপাড়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে কালীগঞ্জ এলাকায় এ উঠান বৈঠক করেন। উঠান বৈঠকে জনতার ঢল নামে।
মুক্তিযোদ্ধা একে এম মহসিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য এর ছোট ভাই সানজিদ হোসেন, তানহার হোসেন। সঞ্চানলায় ছিলেন নজরুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন, রোকনুজ্জামান স্বাধীন, ওমর ফারুক খোকন, জহিরুল ইসলাম, আলী আক্কাস, ফজলুর হক, আরমান হোসেন প্রমুখ।উঠান বৈঠকে এলাকার গণ্যমান ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে তানহার হোসেন বলেন, মোগরাপাড়াবাসী সেনাবাহিনী মিলিটারি ভয় পায় না। আমার বাবা মরহুম মোশারফ হোসনকে আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। তাই মোগরাপাড়াবাসীকে হুমকি দিয়ে মামলা দিয়ে লাভ নাই। মোগরাপাড়াবাসী সঠিক সময়ে সঠিক জবাব দিতে যানে।
চেয়ারম্যান প্রার্থী আরিফ মাসুদ বাবু বলেন, মোগড়াপাড়া ইউনিয়ন বাসীর দোয়া ও সমথর্ন নিয়ে আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এই মোগড়াপাড়া ইউনিয়নে আমি ১১ বছর সুনামের সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে এসেছি আমাদের পরিবারের অনেক সুনাম রয়েছে, আমি চেয়ারম্যান থাকাকালীন সময়ে অনেক উন্নয়ন মুলক কাজ করেছি। আগামী ১৫ জুন নির্বাচনকে সামনে রেখে অত্র ইউনিয়নের বিভিন্ন ওর্য়াডে ঘুরে ঘুরে উঠান বৈঠক ও গণসংযোগ করে আসছি। ভোটারদের কাছে যাচ্ছি। তাই অত্র ইউনিয়নের অসমাপ্ত সমাপ্ত করাই হবে আমার প্রধান লক্ষ্য। তাই ইউনিয়নে ভোটারদের কাছে দাবি ১৫ তারিখে আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের সেবা করার সুযোগ চাই। এ তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
আপনার মতামত দিন