শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁও প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বাধীনতা দিবস দাবায় সুদিন অপরাজিত চ্যাম্পিয়ন, আনান রানার আপ সোনারগাঁওয়ে বহিরাগত সন্ত্রাসী দিয়ে প্রতিপক্ষের জমি দখলের চেষ্টার অভিযোগ জাল দলিলে অসহায় নারীর জমি দখলে ছাত্রলীগ নেতা, উদ্ধার করলেন সাংসদ আব্দুল্লাহ আল কায়সার  সোনারগাঁওয়ে মামলায় জামিন নিয়ে বাড়িতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার দুইজন মোগড়াপারায় হিফজুল কোরআন আজান ও নাতে রাসূল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সোনারগাঁওয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে  স্বাধীনতা ও জাতীয়  দিবসে বিভিন্ন কর্মসুচি পালন স্বাধীনতা দিবসে সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নানা আয়োজন সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী আলী হায়দারের উঠান বৈঠক সোনারগাঁওয়ে কিশোর ফয়সাল হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

কাঁচপুরে শিশু অপহরণের অভিযোগে যুবককে গণধোলাই, অপহৃত শিশু উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর সোনাপুর এলাকা থেকে শিশু অপহরণের অভিযোগে মো. ইমন নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করেছে এলাকাবাসী।  বুধবার রাতে তাকে গণধোলাই দিয়ে সোনারগাঁও থানা পুলিশের কাছে সোপার্দ করে। বুধবার সকালে ৫ বছর বয়সী ইসান নামের এক শিশুকে অপহরণের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। অপহৃত ওই শিশুকে ফতুল্লার মাসদাইর মসজিদ এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই শিশুর বাবা ইয়াসিন মিয়া বাদি হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। অপহরণকারী ওই যুবককে পুলিশ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে।
সোনারগাঁও থানায় দায়ের করা এজহার থেকে জানা যায়, উপজেলার কাঁচপুর সোনাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ভাড়াটিয়া ইয়াসিন মিয়ার ৫ বছর বয়সী ছেলে ইসানকে গত বুধবার সকালে বাড়ির সামনে থেকে খেলা করার সময় মজা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে অটোরিক্সা যোগে অপহরণ করে নিয়ে যায়। পরে দুপুরে অটোরিক্সায় শিশুর কান্না শুনে এলাকাবাসীর সন্দেহ হলে অপহরণকারীর ইমননের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাকে আটক করে গণধোলাই দেয়। পরে বাড়ির লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুজির এক পর্যায়ে বিকেলে ৪ টার দিকে অপহৃত শিশু ইসানকে ফতুল্লার মাসদাইর মসজিদ এলাকায় স্থানীয়দের হেফাজত থেকে উদ্ধার করা হয়। এছাড়াও  অপহৃত ইমনকে তাদের কাছ থেকে উদ্ধার করে বুধবার রাতে সোনারগাঁও থানা পুলিশের কাছে সোপার্দ করা হয়। এ ঘটনায় ওই শিশুর বাবা ইয়াসিন মিয়া বাদি হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। অপহরণকারী ওই যুবককে পুলিশ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে।
সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মো. আহসান উল্লাহ সোনারগাঁও নিউজকে জানান, অপহৃত শিশুকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারীকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD