রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ
নারায়ণগঞ্জের সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪ তলা একাডেমিক ভবন ও বাউন্ডারি দেয়াল, প্রধান ফটকের উদ্বোধন, নবীন বরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
বুধবার দুপুরে এ সকল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সোনারগাঁও থানার ওসি মাহাবুব আলম, সোনারগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আরিফুল হক, সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান প্রমুখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা শিক্ষার্থীদের অংশগ্রহনে শীতকালীন পিঠা উৎসবের স্টল ঘুরে দেখেন ও পিঠা খান। পিঠা উৎসব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। স্কুলের শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করে অনুষ্ঠান উদযাপন করেন।
আপনার মতামত দিন