রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ঃ
আসন্ন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে দলীয় নৌকা প্রতিকের মনোনয়ন পেতে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মো.সোহাগ রনি।
তিনি বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে দুপুরে মোগরাপাড়া কালাদরগা মাজার শরীফ জামে মসজিদে জোহর নামাজ আদায় করে বারো আউলিয়াগনের মাজার যিয়ারতের শেষে তিনি দলীয় মনোনয়ন পত্র কেনার উদ্দেশ্য রওনা দেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে সোহাগ রনির সাথে উপস্থিত ছিলেন তার বাবা সোনারগাঁও থানা কৃষকলীগের সাবেক সভাপতি শাহ কামাল তোতা, সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী ছগির আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সাবেক সভাপতিও ধানমন্ডির মহিলা কাউন্সিলর শিরিন শারমিন, সোনারগাঁও সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে হাজী সোহাগ রনি বলেন, বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। উন্নয়নের প্রতিক নৌকা। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদে আমি নৌকার মনোনয়ন পেলে অবশ্যই একটি আধুনিক ইউনিয়নে রুপান্তরে আপ্রাণ চেষ্টা করব।
উল্লেখ্য, আগামী ১৫ জুন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে , যাছাই বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ মে।
আপনার মতামত দিন