বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাজু আহম্মেদ নামের এক ছাত্রলীগ কর্মীকে দু’দফায় পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার বিকেলে সোনারগাঁও পৌরসভার দরপত ঈদগাহ এলাকায় ও মঙ্গলবার সকালে তার বাড়ির সামনে দরপত গ্রামে রাজনৈতিক প্রতিহিংসায় হামলা করে আহত করেন। আহত ওই ছাত্রলীগ কর্মীকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ছাত্রলীগ কর্মী দরপত গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার সকালে আহত রাজু আহম্মেদ বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। সোনারগাঁও থানায় অভিযোগ করার কারনে দ্বিতীয় দফায় হামলা করা হয়।
জানা যায়, উপজেলার পৌরসভার দরপত গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ছাত্রলীগ কর্মী রাজু আহম্মেদের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসায় পৌরসভা জাতীয় পার্টির সহ-সভাপতি শাহজালালের দ্বন্দ চলছিল। এ দ্বন্দের জের ধরে গত সোমবার বিকেলে দপরত এলাকায় একা পেয়ে রাজু আহম্মেদকে মাসুদ, মামুন, শাহজালাল, নবীর হোসেন, রাজন তার ওপর হামলা করে। হামলায় ছাত্রলীগ কর্মী আহত হয়। আহত হয়ে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। পরে মঙ্গলবার সকালে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করে বাড়ি ফেরার পখে ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা, লোহার রড, এসএস পাইপ নিয়ে পুনরায় রাজু আহম্মেদের ওপর হামলা করে পিটিয়ে হত্যা চেষ্টা চালায়। আহত ওই ছাত্রলীগ কর্মীকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রলীগ কর্মী রাজু আহম্মেদ জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারনে বিভিন্ন সময়ে তার ওপর হামলার চেষ্টা করা হয়। পৌরসভা জাতীয় পার্টির সহ-সভাপতি শাহজালালের নেতৃত্বে ৫-৭ জন তার ওপর হামলা করে। দু’দফায় তার ওপর হামলা করা হয়। সোনারগাঁও থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কারনে ক্ষিপ্ত হয়ে দ্বিতীয় দফায় হামলা করে।
অভিয়ুক্ত শাহজালালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত না। কথাকাকাটির জের ধরে স্থানীয় যুবকদের সঙ্গে রাজুর ধস্তাধস্তি হয়েছে।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন সোনারগাঁও নিউজকে বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। অভিযোগের তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মতামত দিন