নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১৭৩ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব ১১ এর সদস্যরা। জব্দ করা হয়েছে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে আষাঢ়িয়ারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ রহমত আলী (৩৫) ও মোঃ জুম্মন (২৬)।
শুক্রবার দুপুরে র্যাব-১১ এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব-১১ এর সূত্র জানায়, র্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁওয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকায় মা খাদিজা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে চট্টগ্রাম হতে ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে। কুমিল্লা থেকে ঢাকাগামী পিকআপ ভ্যানকে তল্লাশী করে। এসময় ১৭৩ বোতল ফেনসিডিলসহ মো. রহমত আলী ও মোঃ জুম্মনকে হাতে নাতে গ্রেফতার করে। জব্দ করা হয় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি।
গ্রেফতারকৃত মাদক কারবারী রহমত আলী কুমিল্লার কোতয়ালী সদর থানার মহেষপুর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে ও মো. জুম্মন একই থানার জলুয়াপাড়া গ্রামের মোঃ শাহজাহানের ছেলে।
র্যাব আরো জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত দিন