বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১০ হাজার শীতার্তদের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ মাঠে এ কম্বল ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এফবিসিসিআইয়ের পরিচালক ও শিল্পপতি মো. বজলুর রহমান সিআইপির উদ্যোগে এ কম্বল ও নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি মো. বজলুর রহমান সিআইপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হোসেনপুর এসপি ইউনিয়ন কলেজের সভাপতি আক্তার হোসেন, সমাজ সেবক প্রকৌশলী আব্দুল মতিন, সমাজসেবক আব্দুর রশিদ, আব্দুল হাই প্রমুখ।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের পরিচালক ও শিল্পপতি মো. বজলুর রহমান সিআইপি বলেন, দেশে এখন প্রচন্ড শীত বয়ে যাচ্ছে। সমাজের সকল বিত্তবানদের সামর্থ অনুয়ায়ী শীতার্তদের মাঝে এগিয়ে আসা উচিত।
আপনার মতামত দিন