বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়নের চেয়ারম্যান লায়ন মাহাবুবুর রহমান বাবুলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় কারণ দর্শানোর চিঠি দিয়েছে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি।
শনিবার বিকেলে সোনারগাঁও রয়েল রিসোর্টে আহবায়ক কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য লায়ন মাহবুবুর রহমান বাবুলকে নির্দেশ দেওয়া হয়।
সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভ‚ঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেনসহ আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্যরা।
সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া বলেন, ইতিমধ্যে গত ১৭ তারিখ জেলা আওয়ামীলীগ লায়ন বাবুলকে সাময়িক বহিস্কার ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় আওয়ামীলীগ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগের সিদ্ধান্তকে স্বাগত জানাই। কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে আমরা বাবুলকে স্থায়ী বহিস্কারের জন্য সুপারিশ করবো। তিনি আরো বলেন, আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু উপজেলার ১০জন চেয়ারম্যানের বিষয়ে বেফাঁস মন্তব্য করায় তাকে এ সভার মাধ্যমে সতর্ক করা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা তাকে অব্যাহতি দিতে পারিনা। আমরা উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে কারণ দর্শানোর চিঠি দিয়েছি। প্রধানমন্ত্রীকে নিয়ে লায়ন বাবুল যে বেফাঁস মন্তব্য করেছে তার তীব্র নিন্দা জানাই। কেন্দ্রে স্থায়ী বহিস্কারের জন্য চিঠি দিয়ে সুপারিশ করা হবে। লায়ন বাবুলের এ বক্তব্য ক্ষমার অযোগ্য। দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান হয়ে লায়ন বাবুল দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড করেছেন।
আপনার মতামত দিন