শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দীপের উদ্যোগ আলোচনা ও দোয়া  প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ইঞ্জিনিয়ার মাসুমের উদ্যােগে আলোচনা ও দোয়া মাহফিল  সোনারগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার কাঁচপুরে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার  সোনারগাঁওয়ে জামদানী কারিগরকে পিটিয়ে ও কুপিয়ে জখম সোনারগাঁও ভ্রমণ গাইড এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ৪০ গ্রামের মানুষের বহুল প্রতীক্ষিত বিষ্ণান্দী-মান্দারপাড়া আর.সি.সি গার্ডার সেতুর উদ্বোধন  সোনারগাঁওয়ে বাড়িতে হামলা, স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেফতার ৩ মোবাইল ছিনতাইয়ের অভিযোগে পৌর ছাত্রলীগের সভাপতি রবিন ও সাধারণ সম্পাদক সাজু গ্রেপ্তার কাচঁপুরে স্বর্ণের কারিগর হত্যায় মামলা দ্বিতীয় স্ত্রীকে আদালতে প্রেরণ

কমিটি ঘোষনা ছাড়াই শেষ হলো স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কমিটি ঘোষনা ছাড়াই শেষ হলো উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নেকবর হোসেন নাহিদের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন।
সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক  আব্দুল্লাহ আল সায়েম, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের জনশক্তি ও কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন, কার্য নির্বাহী কমিটির সদস্য মো. জাকির হোসেন, অ্যাডভোকেট মো. সাইদুর রহমান ।
সম্মেলনে প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন বলেন, বিএনপি জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাজা প্রাপ্ত আসামী। তারা কোনভাবেই নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফলে দেশের পুনরায় ১/১১ তৈরি করতে তারা ব্যস্ত হয়ে পড়েছেন তারা। আগামী নির্বাচনে কোনভাবেই ১/১১ আসতে দেওয়া হবে না।
তিনি আরো বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রুল মডেল হিসেবে বিশ্বের কাছে পরিচিত। পদ্মা সেতু, মোট্টো রেল, বঙ্গবন্ধু টানেলসহ দেশের উন্নয়ন আর উন্নয়ন। দেশের উন্নয়নের ঈর্শাণি¦ত হয়ে বিএনপি জামায়াত অরজগতা সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের প্রতিহিত করে আগামীতে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করা হবে।
এদিকে সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় সোনারগাঁও রয়েল রিসোর্টে। সেখানে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা আসতে আগ্রহী তাদের নাম গ্রহন করা হয়। পরবর্তীতে সেখান থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাচাই বাছাই করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হবে বলে জানিয়েছেন।
অপরদিকে সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের কমিটি ঘোষনা না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে পকেট কমিটি হবে বলে আশংঙ্কা করছেন স্বেচ্ছাসেবকলীগের  নেতাকর্মীরা। নেতাকর্মীদের দাবি সম্মেলনে ভোটাধিকারের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হলে স্বচ্ছ কমিটি উপহার পেতো সোনারগাঁবাসী।
নাম প্রকাশ না করার শর্তে স্বেচ্ছাসেবকলীগের সোনারগাঁও উপজেলা শাখার এক নেতা জানান, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে ১০ জন  ও সাধারণ সম্পাদক পদে ১৯ জন প্রার্থী রয়েছে। সম্মেলনে কমিটি ঘোষনা হলে সংঘর্ষের আশংঙ্কা রয়েছে। সংঘর্ষ এড়ানোর জন্য কৌশল হিসেবে কোন প্রকার কমিটি ঘোষানা ছাড়াই সম্মেলন শেষ করা হয়। তবে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে যোগ্য ব্যক্তিকেই গুরুত্বপূর্ন পদে আনা হবে।
সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব হাজী শাহ মোহাম্মদ সোহাগ  জানান, ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন সোনারগাঁও রয়েল রিসোর্টে অনুষ্ঠিত হয়। সেখানে কেন্দ্রীয় নেতারা গুরুত্বপূর্ন পদে আসতে আগ্রহীদের নাম সংগ্রহ করেছেন। যোগ্য ব্যক্তিদের পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদায়ন করবেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD