বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৫:৩০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইউসুফ হাবিব করোনা পজেটিভ নিয়ে দিব্বি অফিস করে যাচ্ছেন। গত তিনদিন ধরে তিনি নিয়মিত অফিস করছেন বলে জানিয়েছে ওই অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। শুধু অফিসই করছেন না তিনি সমবায় অফিসের একটি প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবেও ক্লাস নিয়েছেন। তার করোনা পজেটিভ নিয়ে অফিস করার কারনে ওই অফিসের কর্মকর্তা কর্মচারীরা আতংকের মধ্যে রয়েছেন। করোনা পজেটিভের বিষয়টি তিনি স্বীকার করেছেন।
জানা যায়, সোনারগাঁও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইউসুফ হাবিব কয়েকদিন ধরে জ্বর সর্দিতে ভুগছেন। তিনি ৩০ জানুয়ারী রোববার তিনি সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করেন। ফলাফলে তিনি করোনা পজেটিভ হন। করোনা পজেটিভ হওয়ার পরও তিনি নিয়মিতি অফিস করে যাচ্ছেন। গতকাল বুধবার সকালে উপজেলা হলরুমে তিনি সোনারগাঁও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ভ্রাম্যমান প্রশিক্ষণে তিনি প্রশিক্ষক হিসেবে ৪০ জন প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন। ছাড়াও তিনি ৩১ শে জানুয়ারী বন্দর উপজেলায় একটি সংবর্ধনা অনুষ্টানে যোগ দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সোনারগাঁও উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের এক কর্মকর্তা জানান, ইউসুফ স্যার করোনা পজেটিভ হয়েও নিয়মিত অফিস করছেন। এতে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। ফলে আমাদের মধ্যে আতংক বিরাজ করছে। তিনি করোনা পজেটিভ হয়ে বাসায় থেকে অনলাইনে অফিস করতে পারতেন।
তিনি আরো জানান, এ চেয়ারে বসলেই প্রতিদিন টাকা আসে। টাকার লোভেই তিনি সরাসরি অফিস করছেন।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক বলেন, প্রাণী সম্পদ কর্মকর্তা করোনা পরীক্ষায় পজেটিভ। পরবর্তীতে তিনি আর কোন করোনা নেগেটিভ পরীক্ষার করার জন্য টেস্ট করেননি।
সোনারগাঁও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইউসুফ হাবিব বলেন, আমি করোনা পজেটিভ সত্য। তবে অফিসের অনেক কাজ আটকে থাকার কারনে দূরত্ব বজায় রেখে অফিস করছি। প্রশিক্ষণে তিনি প্রশিক্ষক হয়ে ক্লাস নিয়েছেন কিনা এমন প্রশ্নে তিনি স্বীকার করেছেন।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
আপনার মতামত দিন