ডেস্ক নিউজ ঃ
কামরাঙ্গা ফুল। কামরাঙ্গা সব সময় চোখের সামনেই থাকে বলে আলাদা করে এর গড়ন বা ফুলের সৌন্দর্য বিশেষ আগ্রহ নিয়ে দেখার কথা মনে হয় না। সে কারণে এর রূপমাধুরী অনেকটাই আমাদের কাছে অদেখা-অচেনাই থেকে যায়। গাছটির ডালপালা ও পাতার বিন্যাস যেমন শৈল্পিক, তেমনি ফুলের স্নিগ্ধ শোভাও এক কথায় চোখ জুড়ানো। বারমাসি জাতের গাছগুলোতে ফুল ও ফলের এ কারণে প্রায় সারা বছরই পৌষ্পিক ঐশ্বর্য চোখে পড়ে। পুরোনো জাতের গাছগুলোর প্রস্ফুটনকাল বৈশাখ থেকে শ্রাবণ। কাণ্ড ও শাখায় লালচে গোলাপি রঙের গুচ্ছবদ্ধ অসংখ্য ফুল ফোটে। ফুলের এমন সৌন্দর্য উপেক্ষা করা কঠিন।
সুত্র ঃ ফোকাস বাংলা
আপনার মতামত দিন