শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে করোনা যোদ্ধাকে নিয়ে অপপ্রচার ও  হত্যার চেষ্টার অভিযোগ, দোষীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  সোনারগাঁওয়ে বাড়ির মালিক ও তার ছেলেকে পিটিয়ে জখম, ভাড়াটিয়া শ্লীলতাহানি সোনারগাঁওয়ে লোক প্রযুক্তি ও পালকির গান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সোনারগাঁওয়ে তিনদিন ব্যাপী বউ মেলা চলছে সোনারগাঁওয়ে যাদুঘরে পক্ষকাল ব্যাপী বৈশাখি মেলা শুরু কাঁচপুরে কলেজ শিক্ষার্থী ছিনতাইকারী কবলে,  মোবাইল ও নগদ টাকা ছিনতাই বারদী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৬শ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সনমান্দিতে আড়াই হাজার শ্রমজীবি মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ  জামপুরে মাতৃভূমি সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যাগে ঈদ উপহার সামগ্রী বিতরণ ঈদের দিন পর্যন্ত আমরা সবাই মাঠে কাজ করে যাবো–হাইওয়ে পুলিশ প্রধান

কৌতুক অভিনেতা মতির কথা

 

বিনোদন ডেস্ক , সোনারগাঁও নিউজ :

জনপ্রিয় কৌতুক অভিনেতা মতি। আজ তার ২৮তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৯৩ সালের ১৬ নভেম্বর, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মতি (মতিউর রহমান) ১৯৩৩ সালের ৩ অক্টোবর, ময়মনসিংহের বাঘমারাতে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের চলচ্চিত্রের খুবই জনপ্রিয় কৌতুক অভিনেতা ছিলেন তিনি।

১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত সৈয়দ আউয়াল পরিচালিত, ‘অপরিচিতা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন মতি। তিনি আরো যেসব ছবিতে অভিনয় করছেন তারমধ্যে উল্লেখযোগ্য– দস্যুরাণী, দয়ালমুর্শিদ, আমার জন্মভুমি, পরিচয়, আশা, অতিথি, কার হাসি কে হাসে, মালকাবানু, সোনার খেলনা, অবাক পৃথিবী, গুণ্ডা, জয় পরাজয়, বধূ বিদায়, দাতা হাতেমতাই, তাজ ও তলোয়ার, ওমর শরীফ, শহর থেকে দূরে, সিকান্দার, লালু ভুলু, নাগনাগিণী, চন্দ্রলেখা, ঈমান, গাংচিল, রাজকন্যা, জনতা এক্সপ্রেস, তাল-বেতাল, অমরপ্রেম, বন্ধু, বিজলী, ছক্কাপাঞ্জা, নদেরচাঁদ, ওয়াদা, মোকাবেলা, আবেহায়াৎ, সোহাগ মিলন, মাসুম, সওদাগর, রাজা সাহেব, লালকাজল, বাহাদুর নওজোয়ান, মমতা, রাজসিংহাসন, পদ্মাবতী, লাইলী মজনু, আন্দাজ, শাহজাদা, সুলতানা ডাকু, কোহিনূর, জালিম, নতুন পৃথিবী, হাইজ্যাক, নকল শাহজাদা, নূরী, ঈদ মোবারক, সতী কমলা, কোরবানী, লড়াকু, শাহ জামাল, রঙ্গীন রাখালবন্ধু, কুঁচবরণ কন্যা মেঘবরণ কেশ, শীশমহল, প্রভৃতি ।

পৃথিবীর সব চেয়ে কঠিন কাজ মানুষকে হাসানো। মানুষকে হাসানোর এই কঠিন কাজগুলো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে যারা করতেন, তাদের অন্যতম একজন ছিলেন কৌতুক অভিনেতা মতি। ঢাকাই চলচ্চিত্রের অতি পরিচিত মুখ, একজন মেধাবী কৌতুক অভিনেতা ছিলেন তিনি। তাঁর সহজ-সরল হাস্যরসবোধ সংলাপ সিনেমাদর্শকদের বিনোদিত করত। কৌতুক অভিনেতা হিসেবে খুবই জনপ্রিয় ছিলেন তিনি। শুরুর দিকে তাঁকে ভিলেন হিসেবেও অভিনয় করতে দেখা গেছে। পরবর্তিতে কৌতুক অভিনেতা হিসেবেই সফলতা ও জনপ্রিয়তা পেয়েছেন।
এক সময় নায়ক ওয়াসীম অভিনীত প্রায় সবগুলো ছবিতেই মতি ছিলেন ওয়াসিম-এর জুটি হয়ে। দর্শকদের আনন্দ দিতে কৌতুকাভীনেতা এবং সহনায়কের মত হয়ে, অনেকগুলো ছবিতে অভিনয় করেন এবং দর্শকপ্রিয়তা পান। এই জনপ্রিয় কৌতুক অভিনেতা, নিয়তীর অমোঘ নিয়মে চলে যান পরপারে।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD