মনির হোসেন, জামপুর প্রতিবেদক :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বশিরগাঁও কবরস্থানে পানির মোটর চুরির অপরাধে দুই চোরকে হাতে নাতে আটক করেছে এলাকাবাসী।
শনিবার দুপুরে জামপুরের বশিরগাঁও কবরস্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আড়াই হাজার উপজেলার পৌরসভার কামরাঙ্গীরচর গ্রামের সেলিম মিয়ার ছেলে মো.লিটন মিয়া (২৬)এবং একই গ্রামের মনিরের ছেলে মো.মোছলেম মিয়া (২৮)।
তালতলা বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.জাকির রব্বানী জানান,এলাকাবাসী অভিযুক্তদের আটক করেছে। তাদেরকে উদ্ধার করে তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে আনা হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়াধীন অব্যহত রয়েছে।
আপনার মতামত দিন