মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৬:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       

জামপুরে বিএনপির আহবায়ক কমিটিকে গণসংবর্ধনা

মনির হেসেন, জামপুর প্রতিবেদক : 
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে থানা বিএনপির আহবায়ক কমিটিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় জামপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আল মুজাহিদ মল্লিকের বাড়িতে তাদের সংবর্ধিত করা হয়। জামপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির আহবায়ক কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও থানা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান।

সোনারগাঁও থানা বিএনপির যুগ্ম আহবায়ক আল মুজাহিদ মল্লিকের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনারগাঁও থানা বিএনপির সদস্য সচিব মোশারফ হোসেন, যুগ্ম আহবায়ক কাজি নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌরসভা বিএনপির আহবায়ক মো. শাহজাহান মেম্বার, থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মুজিবুর রহমান, মোমেন খাঁন, ফজল হোসেন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম সরকার প্রমুখ।

প্রধান অতিথি সোনারগাঁও থানা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, আমি মাঠের রাজনীতির একজন কর্মী। যারা মাঠে রাজনীতি করেছেন তাদের এ কমিটিতে পদ পদবি দিয়ে মূল্যায়ন করা হবে। যারা টাকা দিয়ে কেন্দ্র থেকে প্রস্তাব নিয়ে কমিটিতে আসার চিন্তা করছেন। তারা কমিটিতে আসার কথা ভুলে যান। মাঠের রাজনীতির ত্যাগী নেতাদের এ কমিটিতে মূল্যায়ন করা হবে।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD