শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে ঢাকার বেসরকারী হাসপাতাল ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় কাঁচপুর সোনাপুর ঈদগাহ মাঠে জানাযা শেষে সামাজিক কররস্থানে দাফন করা হবে।
নিহত জান্নাতুল ফেরদৌস বাবু ওমরের একমাত্র মেয়ে। সে কাঁচপুর মোশারফ ওমর স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণীর ছাত্রী।
জান্নাতুল ফেরদৌস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গত ৩০ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র ( আইসিইউ) তে নেওয়া হয়। সেখানে বুধবার বিকেলে তার মৃত্যু হয়।
জান্নাতুল ফেরদৌস এর মরদেহ রাতে কাচঁপুরে সোনাপুর এলাকার নিজ বাড়িতে নিয়ে আসলে নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন শোক প্রকাশ করে বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
আপনার মতামত দিন