নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, তত্বাবধায়ক সরকারের অধীনে দেশে কোন নির্বাচন নয়। জাতীয় পার্টি তত্বাবধায়ক সরকার মানে না। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। দেশে সংবিধান অনুযায়ী যেভাবে নির্বাচন হবে জাতীয় পার্টি ওই নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি তত্বাবধায়ক সরকারের দাবী তুলে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছে। তারা দেশকে তালেবানী রাষ্ট্রে পরিনত করতে চায়। এদেশের জনগণ দাঙ্গা হাঙ্গামা ও অস্থিতিশীল পরিবেশ পছন্দ করেনা। জনগণ এদেশে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে চায়। যারা তত্বাবধায়ক সরকারের দাবী তুলে এদেশে অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে তারাই একসময় তত্বাবধায়ক সরকারের তুমুল বিরুধীতা করেছেন। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতায় যাওয়া যায়না। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় এদেশে যে অরাজকতা সৃষ্টি করেছে তার জন্য তাদের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোনারগাঁও পৌরসভার ইছাপাড়া এলাকায় অনুষ্ঠিত এ কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফি, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নু, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম, জাতীয় মহিলা পার্টির নেত্রী সোনারগাঁও পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার মনি, জাতীয় পার্টির নেত্রী জাহানারা বেগম, সোনারগাঁও উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক কাজী নজমুল ইসলাম লিটু, বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী মেম্বার, সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন, শম্ভূপুরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাজী মনির হোসেন তোতা।
অনুষ্ঠানে বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমিন মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির সরকারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির নেতা লায়ন তোফাজ্জল হোসেন, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলী জাহান মেম্বার, সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুর হোসেন মেম্বার, জাতীয় পার্টির নেতা সাকিব মেম্বার প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন