বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৪:২৫ পূর্বাহ্ন
সোনারগাঁও নিউজ:
আজ রোববার বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে পরিবহন মালিক সমিতির নেতাদের বসেন সরকারের কর্মকর্তারা। সেখানে ভাড়া বাড়ানোর উভয়পক্ষের মধ্যে এসব বিষয়ে মতৈক্য হয়।প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাস-মিনিবাসে প্রতি কিলোমিটারের জন্য ১ টাকা ৮০ পয়সা ভাড়া আদায় করা হবে। বর্তমানে ভাড়া ১ টাকা ৪২ পয়সা। মহানগর এলাকায় বাসে যাত্রীপ্রতি কিলোমিটারে আদায় করা হবে ২ টাকা ১৫ পয়সা। আর মিনিবাসে আদায় করা হবে ২ টাকা ৫ পয়সা। বর্তমানে বড় বাসে ১ টাকা ৭০ পয়সা এবং মিনিবাসে নেওয়া হয় ১ টাকা ৬০ পয়সা।
সিএনজিচালিত বাসের ক্ষেত্রে এই ভাড়া প্রযোজ্য হবে না। এই ভাড়া শুধু ডিজেল চালিত বাসের।
বৈঠক শেষে বিআরটিএ–এর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানান, আজই ভাড়া বৃদ্ধির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন ভাড়া কাল থেকেই কার্যকর হবে।
আপনার মতামত দিন