মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:১৮ অপরাহ্ন
সূত্র : বিবিসি বাংলা:
সিডনিতে পাকিস্তানকে আজ দেখা গেছে একটা উজ্জীবিত মেজাজে, নিউজিল্যান্ডকে ম্যাচের শুরু থেকে চাপে রেখে পাকিস্তান সেমিফাইনাল জিতে নিয়েছে সাত উইকেটে।
রবিবার, ১৩ই নভেম্বর মেলবোর্নে ফাইনাল খেলবে পাকিস্তান।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোতে মার্ক নামের এক ক্রিকেট দর্শক মন্তব্য করেছেন, “পাকিস্তান ছিল তলানিতে এবং টুর্নামেন্টের সমীকরণের বাইরে। সেখান থেকে এখন ফাইনাল নিশ্চিত করা প্রথম দল পাকিস্তান ঠিক যেন ১৯৯২ সালে ফিরে আসছে।”
টিভির পর্দায় সিডনির মাঠে পাকিস্তানের ক্রিকেট এবং গ্যালারিতে সমর্থকদের দেখে এমনটাই মনে হয়েছে।
ম্যাচের প্রথম ওভার থেকেই পাকিস্তান নিয়ন্ত্রণ নিয়ে নেয় খেলার, ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি প্রথম ওভারেই ফিন অ্যালেনকে আউট করে ম্যাচের মোমেন্টাম পাকিস্তানের পক্ষে নিয়ে আসেন।
হারশা ভোগলে পাকিস্তানের খেলা দেখে বিস্ময়ে টুইট করেছেন, “আপনি যদি পাকিস্তানের কাছে এই ফিরে আসার চিত্রনাট্য চাইতেন, তারা নিজেরাও এটা বলতে পারতো না বলেই আমি মনে করি।”
আপনার মতামত দিন